নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন থেকে বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদুসহ দলটির ১৫ রোকনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকে তেলিয়ান সাহারভিটা জামে মসজিদে বসে বৈঠক করছিল জামায়াত নেতারা। বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রোকনরা মিলিত হয়। খবর পেয়ে মসজিদের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। এরপর সেখান থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদু ও থানা জামায়াতের সেক্রেটারি এনামুলকসহ দলটির ১৫ রোকনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্য জামায়াত নেতারা গোপনে মিলিত হয়ে বৈঠক করছিল। দলটির আরো নেতাকর্মীদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।’
তাৎক্ষণিকভবে আটক জামায়াত নেতাদের নাম ও পরিচয় জানা যায়নি।
দৈনিক দেশজনতা/এমএম