২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৪

রাস্ট্রবিরোধী কার্যক্রমে উত্তর করিয়া আটক করল মার্কিন নাগরিককে

দেশ জনতা ডেস্ক

রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি রোববার এ তথ্য জানায়। কিম হাক সং নামে ওই ব্যক্তি পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালাতেন বলে সরকার অভিযোগ করে। কিন্তু ঠিক কী ধরনের কার্যক্রম তা নির্দিষ্ট করে জানায়নি সংবাদ সংস্থাটি।

বিশ্ববিদ্যালয়ে তিনি দ্বিতীয় প্রফেসর যাকে এ মাসে গ্রেফতার করা হয়। সরকার থেকে এক বিবৃতিতে জানানো হয়, কিম বিশ্ববিদ্যালয়ের কৃষি খামারে কৃষি উন্নয়নমূলক কাজ করতেন।

রাষ্ট্র পরিচালিত আইনের প্রতিষ্ঠান জানায়, কিমের অভিযোগ নিয়ে তদন্ত করা হবে। কিম জাতিতে কোরিয়ার একজন হলেও তার জন্ম চীনে এবং পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০০০ সালে নাগরিকত্ব পান।

n/h

প্রকাশ :মে ৮, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ