৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৬

হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী (৯৫) পরলোকগমন করেছেন। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি পরলোকগমন করেন। তিনি ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন।

হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার বাবা কুন্দলাল ও মা কুরোধনী মৃত্যুবরণ করেন। এরপর থেকে হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ধান চাষে অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৯৫ সালে উচ্চ ফলনশীল হরিধান উদ্ভাবন করেন এবং এর চাষ শুরু করেন। হরিধানের উচ্চ ফলন দেখে এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হন এবং এই ধানের চাষ শুরু করেন। হরিধানের নাম ছড়িয়ে পড়লে এই ধানের কথা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং এর উদ্ভাবক হরিপদ কাপালীর নাম সারা দেশে ছড়িয়ে পড়ে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ