১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: 

গাজীপুর কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে গ্রেফতার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং জয়দেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বরাবরে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান। পরে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়েছে, গত সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের কারখানায় ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে অপারেটর সালাম, এরশাদ এবং মনসুর হকসহ ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। উক্ত ঘটনায় কারখানার মালিকের অপরাধ ঢাকার জন্য সালাম, এরশাদ এবং মনসুর হকসহ অন্যান্য ক্ষতিগ্রস্থদের বিরুদ্ধে এএসআই আব্দুর রশিদকে বাদী করে মঙ্গলবার মামলা দায়ের করা হয়। ‘নিহত সালামের পুত্র জানিয়েছেন, তার পিতা ওই ফ্যাক্টরিতে দীর্ঘ ২৪ বছর যাবত কাজ করছে। কারখানার বয়লার ছিল পুরাতন ও ফিটনেস বিহীন। মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বললেও কোনো ব্যবস্থা নেননি। ঘটনার দিন তার বাবার ডিউটি না থাকলেও ম্যানেজার টেলিফোনে তার বাবাকে কাজে যোগ দিতে বাধ্য করে। কারখানার মালিক ও কর্তাব্যক্তিরা এই ঘটনার দায় এড়াতে পারেন না।’

নোটিশে আরও বলা হয়, ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দেয়ার আগেই মামলা করার অর্থ হলো অপরাধ ধামাচাপা দেয়া। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাখানার মালিক/জিএম/ম্যানেজারকে আসামি করে এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মামলা দায়ের করে গ্রেফতারের ব্যবস্থা করে এবং নিহতদের বিরুদ্ধে দায়ের করা জয়দেবপুর থানার মামলার কার্যক্রম স্থগিত করেন। এ ছাড়া আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেন।

অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ