১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

বাড্ডায় বিদ্যুতের বাল্প বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর পূর্ব বাড্ডা শাহাবুদ্দিন মোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিদ্যুতের বাল্প বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। তারা হলে, সোহরাব হোসেন (৪০), শ্রী আনন্দ চন্দ্র বর্মণ (৩০) ও সুলতান পরমানিক (৩০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাহাবুদ্দিন মোড়ে মনিরের ৩তলা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে তাদের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। দগ্ধ সুলতান জানায়, তারা পেশায় রিক্সা চালক এবং থাকে ওই এলাকাতেই। রিক্সার কাজ না থাকায় তারা ৩জন ওই বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার কাজ নেয়। ট্যাংকির ভিতরে অন্ধকার থাকায় তারা বিদ্যুতের বাল্প লাগায়। কাজ করার সময় বাল্পে পানি লাগায় বাল্পটি বিস্ফোরিত হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পরে। সঙ্গে সঙ্গে তারা দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেক বার্ণ ইউনিটে ভর্তি করায়। বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তাদের ৩জনেরই মুখ, গলা, হাতসহ শরীরের বেশ কিছু অংশ জ্বলসে গেছে। সবাইকে ভর্তি রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ