১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৪

শাহজালালে ৯ কেজি সোনা উদ্ধার

দৈনিক দেশজনতা ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো নয় কেজির বেশি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার দিবাগত রাতে এই সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুদেবার্তায় বলা হয়, বুধবার মধ্যরাতে শাহজালালে ব্যাংকক থেকে আগত এক যাত্রীর শরীরে লুকায়িত ৯.২৭৮ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীর নাম সিরাজুল ইসলাম (৪১)। যাত্রী পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার রাতে শাহজালালে অবতরণ করেন।

বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে নিয়ে তাঁর শরীর তল্লাশি করে এক কেজি ওজনের নয়টি বারে নয় কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান। নয়টি অক্ষত এবং বাকি একটি বার টুকরা অবস্থায় পাওয়া যায়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৪.৬০ কোটি টাকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ