নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পূর্ব-পশ্চিম গেইট সংলগ্ন এলজিইডি’র সড়ক ও পীরতলা বাজার সড়ক দীর্ঘদিন খানা-খন্দ আর কাঁদায় বেহাল অবস্থায় থাকার কারণে জনসাধারণে মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃষ্টিতে জমে থাকা পানিতে রাস্তার কার্পেটিং উঠে পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। সড়কের অধিকাংশ স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের সড়কটি দীর্ঘদিন যাবৎ এমন বেহাল অবস্থায় থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এই সড়কগুলো সংস্কার কিংবা নির্মাণের কোন উদ্যোগ না নেওয়ায় জনসাধারণ তীব্র ক্ষোভে ফুঁসছে। পীরতলা বাজারের ফল ব্যবসায়ী মো.সানা উদ্দিন খান জানান, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ হলেও এ সড়কটির দিকে নজর দিচ্ছে না প্রশাসন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মো. রানা জানান, দার্ঘদিন যাবৎ সড়কটির বেহাল অবস্থায় থাকলেও নজর দিচ্ছে না জনপ্রতিনিধিরা। দুমকি উপজেলায় কর্মরত এলজিইডির প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস বলেন, উপজেলা চেয়ারম্যান রেজুলেশন করে দিলে আমরা ব্যবস্থা নিতে পারব।
দুমকি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিকদার বলেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সড়কটি শিক্ষার্থীদের ও জনসাধারণের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ