১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

হার্ট অ্যাটাকে উত্তরখান থানার ওসির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দায়িত্ব পালনের সময় নিজ কার্যালয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাংলাদেশ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বুধবার বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান পরিবর্তন ডটকমকে জানান, প্রতিদিনের মতো সকালেও ওসি স্যার ডিউটিতে আসেন। সকাল সোয়া ১০টায় হঠাৎ তিনি প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা ১২টার কিছু সময় আগে তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ