১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

গুলশান, বনানী, ধানমন্ডির অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডির আবাসিক এলাকার সকল অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব এলাকায় যত বাণিজ্যিক স্থাপনা রয়েছে তাও সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার এ সংক্রান্ত ২৩৩টি রিট নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। অন্যদিকে রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ