দৈনিক দেশজনতা ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের প্রধান পরিচালক হিসেবে ‘‘বহিরাঙ্গণ কেন্দ্রে’’ যোগদান করেছেন অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান।অধ্যাপক আমিনুর ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেছেন। আমিনুর রহমান ১৯৬৯ সালের ১ আগস্ট ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ও এমএস, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে এমভিএসসি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ