নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইতিমধ্যে বিমান মন্ত্রণালয় থেকে হজ ফ্লাইটের সময়সূচি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত সময়সূচি আগামী দু-একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই দুটি ফ্লাইটে প্রায় ১ হাজার যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ১২ জুলাই থেকে হজ যাত্রীদেরকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের সনদ নিতে হবে।
প্রসঙ্গত, এ বছর ১ লাখ ২০ হাজারেরও বেশি বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ