নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ২৩টি ইউনিয়নে ১৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের স্থগিত সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ৫ জুলাই বুধবার এবং ২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন উপলক্ষে আগামী ১৩ জুলাই বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদসমূহ হচ্ছে : ঠাকুরগাঁও জেলার রানীশংকাইল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া ও বাচোর ইউনিয়ন; টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও ফুলবাগচালা ইউনিয়ন এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর ইউনিয়ন; বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক, লতা, জয়নগর, চর একরিয়া, গোবিন্দপুর, শ্রীপুর ও আলিমাবাদ ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়ন।
এতে আরো বলা হয়েছে, তবে নির্বাচনি এলাকায় উক্ত তারিখে যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষা কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
দৈনিক দেশজনতা/এন এইচ