২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৮

কাশ্মীর সহিংসতায় ৫ জন নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় এক পুলিশ সদস্য ও তিন বেসমারিক লোক নিহত হয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানায়।
গত শনিবার কুলগ্রাম জেলার একটি দুর্ঘটনাস্থলে পুলিশের ওপর চালানো এ হামলায় এক জঙ্গিও নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ‘পুলিশ দুর্ঘটনাস্থলে হাজির হলে জঙ্গিরা তাদের ওপর (পুলিশ) হামলা চালায়। এসময় গুলি পাল্টা গুলিতে এক পুলিশ সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়। পাশাপাশি একজন হামলাকারী জঙ্গি সদস্যও নিহত হয়।’
বার্তা সংস্থা পিটিআই জানায়, নিহত জঙ্গির নাম ফায়াজ আহমদ আসাওয়ার। সে ২০১৫ সালে ভারতীয় সেনা বহরের ওপর হামলা করে দুই সেনা সদস্যকে হত্যা করেছিলো। এই ঘটনায় তার মাথার জন্য ভারতীয় সরকার দুই লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলো।
১৯৪৭ সালে পাক-ভারত ভাগাভাগির পর থেকে মুসলিম অধ্যুষিত কাশ্মির উপত্যকায় ভারত বিরোধী মনোভাব বিরাজ করছে। এই এলাকার জনগণ নিজেদের স্বাধিকার অথবা পাকিস্তানের সাথে একিভূত হতে চায়।
এদিকে গত সোমবার, জঙ্গিরা কলগামের একটি ব্যাংক ভ্যানে আক্রমণ করে। এ হামলায় পাঁচ পুলিশ ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়।
-(বাসস)
N/A
প্রকাশ :মে ৭, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ