১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

বিএনপি নেতা তানভীর আহমেদ রবীনের মুক্তিলাভ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ-এর ছেলে, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও কদমতলী থানা বিএনপির আহবায়ক তানভীর আহমেদ রবীন গত সোমবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ অফিসের তল্লাশীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গত ২৫মে ছাত্রদলের এক কর্মীসহ তানভীর আহমেদ রবীনকে শ্যামপুর থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে। পরে ২ দিনের রিমান্ড শেষে তাকে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
হাইকোর্ট থেকে জামিন লাভের পর গত সোমবার তানভীর আহমেদ রবীনকে মুক্তি দেয়া হয়। মুক্তি লাভের পর জেল গেটে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৫ শতাধিক নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে তাকে বরন করে নেয়।
মুক্তিলাভের পর জেলগেটে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় পরম করুণাময় আল্লাহর কাছে শুকনিয়া জানিয়ে নেতাকর্মীদের স্নেহ-ভালোবাসা ও আন্দোলনের মাধ্যমে তার মুক্তিকে ত্বরান্বিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন । এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশবাসীর ভোটের অধিকার ছিনিয়ে আনার জন্য যে কোন ত্যাগ স্বীকারের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ২:৫০ অপরাহ্ণ