১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

যুক্তরাজ্যে লিভাপুলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে লিভাপুলের এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে্ন বলে জানিয়েছে বিবিসি। ভবনটিতে সামরিক বাহিনীর মহড়া অনুকরণে সাধারণের জন্য একটি গেমস সেন্টার পরিচালনা হত।   ফায়ার এবং রেসকিউ সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকালে সেন্ট হেলেনে বরো রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, ভবনটিতে ৬ জন কর্মী কাজ করছিলেন যার মধ্যে ২ জনের সন্ধান পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে লন্ডনের গ্রিনফেলের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ জনের মত নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারণা অনুযায়ী, নিখোঁজ ব্যক্তি সকল নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ