২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৮

চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা সুব্রত

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও গীতিকার সুব্রত সেনগুপ্ত মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সুব্রত সেনগুপ্তের স্ত্রী জলি সেনগুপ্ত জানান, শিল্পীর প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। সেইসঙ্গে আরো কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গ্রিন লাইফের আইসিইউতে ভর্তি ছিলেন বেশকিছু দিন।  তিনি জানান, হাসপাতাল থেকে তার স্বামীর মরদেহ নিয়ে যাওয়া হবে পোস্তগলা মহাশ্মশানে, সেখানেই শেষকৃত্য হবে।  একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় সুব্রত ঢাকার সেগুনবাগিচায় ওস্তাদ বারীণ মজুমদারের সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর এক পর্যায়ে কসবা হয়ে আগরতলা চলে যান তিনি। সেখান থেকে যান কলকাতায়, যোগ দেন বালীগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।   সুব্রত সেনগুপ্ত ‘রক্ত চাই রক্ত চাই, অত্যাচারীর রক্ত চাই’, ‘ছোটরে সবাই বাঁধ ভাঙা অগণিত গ্রাম মজুর কিষাণ’, ‘শোন জনতা গণজনতা’সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া মুক্তিযুদ্ধের বেশকিছু গান রচনা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ