১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

সমকামী নাটক প্রচার করে তোপের মুখে আরটিভি-গ্রামীণফোন

অনলাইন ডেস্ক:

ঈদ-উল-ফিতর উপলক্ষে সমকামীদের অধিকার নিয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয়োজনে আরটিভিতে সম্প্রচারিত ‘রেইনবো’ নাটক নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গ্রামীণফোন এবং আরটিভির ফেসবুক পেজে বিভিন্ন কমেন্টে গিয়ে অনেককেই প্রতিবাদ করতে দেখা গেছে। ফলে ৩ জুলাই রোববার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে আরটিভি।

এদিকে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজের রেটিংয়ে বড় ধরনের ধস নেমেছ। ওয়ান স্টার কমেন্টকারীদের সংখ্যা আড়াই হাজার থেকে মাত্র তিন ঘণ্টায় দশ হাজারে উন্নীত হওয়ায় তারা তাদের রেটিং অপশন হাইড করে রেখেছে। গ্রামীণফোনের ফেসবুক পেজে অনেকেই এ বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তারা জানিয়েছে, গ্রামীণফোন আর্থিক পৃষ্ঠপোষোকতা করে; গল্প বা কাহিনীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

জানা গেছে, রেইনবো নামের নাটকটি আরটিভিতে প্রচার করা হয় ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫ মিনিটে। রেইনবো নাটক পরিচালনা করেছেন আশফাক নিপুণ এবং এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা ও জন কবির। রেইনবো নাটকের মূল উপাদান সমকামিতা ও সমকামীদের প্রতি ভালোবাসা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাটকটিকে নিয়ে সমালোচনাকারীরা বলছেন, ‘সমকামিতা পৃথিবীর সব ধর্মে নিষিদ্ধ। পৃথিবীর ইতিহাসে অনেক জাতি এ অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের পথে চলছে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের নির্লজ্জ সমকামিতা দেশগুলোর চারিত্রিক অধঃপতনের কারণ। সমকামিতার কারণেই সেখানে পারিবারিক ব্যবস্থা আজ বিলুপ্তির পথে। এমন ধ্বংসাত্মক একটি বিষয় কোনো সুস্থ বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।’

আরেকজন সমকামিতা নিয়ে দেশের আইন মনে করিয়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও সমকামিতা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’

উল্লেখ্য, ফেসবুকে প্রতিবাদের মুখে আরটিভির ইউটিউব চ্যানেল থেকে নাটকটি সরিয়ে নিলেও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে নাটকটি এখনও রয়ে গেছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৯:০৬ অপরাহ্ণ