৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১১

২৩ বা ২৪ জুলাই এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য এ দুই তারিখকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবেন।’

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি প্রথমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে।

উল্লেখ্য, ১০ শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৬:৪৯ অপরাহ্ণ