১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

হাজার কোটি রুপির ঘরে বাহুবলী-২

রাজামৌলির বাহুবলীর ধাক্কা কেবল ভারত নয়, সারাবিশ্বে একইরকম ভাবে চলছে।  ১০৪ বছরের ইতিহাসে প্রথম কোনো ছবি যা ১ হাজার কোটি রুপির ঘরে পা রাখলো। আজ রোববার আনুষ্ঠানিকভাবেই ‘বাহুবলী’ সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ তা করে দেখালো বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে।

২৮ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। ছবিটি মু্ক্তির সাত দিনের মাথায় আয় হয়েছে ৮০০ কোটি রুপি। বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। ছবিটি দেখে অনেকেই জেনে গিয়েছেন ‘কেন কাটাপ্পা বাহুবলী কে খুন করল’। যারা এখনও ওই প্রশ্নের উত্তর পাননি তারা ছুটছেন মাল্টিপ্লেক্স কিংবা সিনেমা হলে। যার প্রভাবে ফুলে ফেঁপে উঠছে বক্স অফিস। মর্নিং থেকে ম্যাটিনি শো, এখনও পর্যন্ত বক্স অফিসে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-হাউসফুলই যাচ্ছে।

ভারতের সিনেমা বোদ্ধারা বলছেন সেদেশের সর্ব কালের সেরা ব্যবসা সফল ছবি বাহুবলী ২। এই ছবিটি দেখতে দর্শকরা হলে হুমড়ি খেয়ে পড়ছেন। এর আগে পেক্ষাগৃহের এমন দৃশ্য দেখা যায়নি।

ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৮০০ কোটি রুপি, ভারতের বাইরে এর আয় ২০০ কোটি রুপি নিয়ে এই মূহুর্তে বলিউড  শাসন করে চলা বাহুবলীর আয়ের চাকা কোথায় গিয়ে ঠেকে সেটি দেখার অপেক্ষায় সমালোচকরা।

এতে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, ডাগ্গুবতী, রাম্যা কৃষ্ণান ও সত্যরাজ।

প্রকাশ :মে ৭, ২০১৭ ৬:৫৮ অপরাহ্ণ