২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৯

উত্তরায় ৩ ভবনে আগুন, দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় আগুন লাগা তিন ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের চারতলায় হোটেল সি সেলের ৩০২ নম্বর কক্ষ থেকে দু্ইজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাঁদের পরিচয় জানা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এর আগে আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনটি ভবনে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে বা কোন ভবন থেকে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আলোফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, চার নম্বর সেক্টরে ছয়তলা একটি ভবনসহ পাশের দুটি ভবনে আগুন লাগে। ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছয়তলা ভবনটির একতলা থেকে চারতলা পর্যন্ত সি সেল হোটেল। একতলায় একুশে নামে আরেকটি রেস্তোরাঁ আছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, অগ্নিকাণ্ডে একুশে রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফলস সিলিং থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ