নিজস্ব প্রতিবেদক:
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের ছয় উপজেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার দুপুরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজের কার্যালয়ে ডাকা জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
রাহাত আনোয়ার জানান, পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে জেলার জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, বিদ্যালয়ে পানি উঠে যাওয়ায় এ সব এলাকার ১৬১টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি আরো জানান, মন্ত্রণালয় থেকে বন্যা কবলিত এলাকায় সব ধরনের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এ সব এলাকায় ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ৮৯টি পরিবার আশ্রয় নিয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ