নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় তারের সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি পাঁচ দিনেও। পর্যাপ্ত আলো, বাতাস না থাকায় শিশু ও হাড়ভাঙ্গা রোগীদের ভোগান্তি চরমে। বিদ্যুৎ-এর মতো জরুরি বিভাগের কাজে ধীর গতি হওয়ায় হতাশ হাসপাতাল কর্তৃপক্ষও।
তবে, আগামী সোমবারের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপণ চাকমা। গত সোমবার থেকে শিশু ও অর্থোপেডিক্স বিভাগে একেবারেই বিদ্যুৎ নেই।
একই অবস্থা হাসপাতালের ডরমেটরি, জরুরি বিভাগ ও বর্হিবিভাগের কিছু অংশেও। বিকল্প বিদ্যুৎ দিয়ে মাত্র একটি করে বাতি ও ফ্যান চলছে কয়েকটি ওয়ার্ডে।
দৈনিক দেশজনতা/এন এইচ