২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

ঈদের ছুটির পর ফের কর্মচঞ্চল ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটির পর ফের কর্মচঞ্চল ঢাকা। ঈদ ছুটিতে আংশিক ফাঁকা হাওয়া রাজধানী আবার ব্যস্ত হয়ে উঠছে। প্রিয়জনের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন গ্রামে ছুটে যাওয়া সেই মানুষগুলো। ছুটির পর আজ পুরোদমে সরকারি-বেরকারি অফিস চলেছে। অধিকাংশ স্কুল কলেজও খুলেছে। ফলে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে ব্যস্ত নগরী ঢাকা। কর্মমুখর হয়েছে অফিসপাড়া। তাই চিরচেনা চেহারায় ফেরেছে রাজধানী।

রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যাও ছিল বেশি। অধিকাংশ জায়গায় দোকানপাট, মার্কেট, শপিং মলগুলোও খোলা হয়েছে।

রাজধানীর মতিঝিল, মালিবাগ, মগবাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফার্মগেট, নিউমার্কেট এলাকায় সামান্য যানজটের চিত্র চোখে পড়েছে। নিউমার্কেট এলাকায় ট্রাফিক পুলিশকে অনেক গাড়ি থামিয়ে রাখতে দেখা গেছে।

ঈদে মূল ছুটি ছিল তিনদিন। ছুটির পর বুধবার সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলানামূলকভাবে অনেক কম। বৃহস্পতিবারও একই চিত্র দেখা গেছে। ঈদের ছুটির দু’দিন বাদে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় অনেকেই বুধ ও বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়েছিলেন। এ কারণে ওই দু’দিন অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। আর ঈদের পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার। ফলে বেশ কয়েক দিন ছুটি কাটিয়ে কেউই সপ্তাহের প্রথম দিনের অফিস বাদ দিতে চাননি। অন্যদিকে অধিকাংশ স্কুল,কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলেছে। ফলে সকালেই অনেক অভিভাবককে দেখা গেছে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে।সব কিছু মিলে চিরচেনারূপে রাজধানী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ