২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

ঈদের ছুটি ও অবকাশ শেষে আজ থেকে আলোচিত মামলার শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি ও অবকাশ শেষে আজ রোববার থেকে খুলছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট খোলার পর নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল, পুরান ঢাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় দর্জি দোকানদার বিশ্বজিৎ হত্যা মামলার শুনানি এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে।

আলোচিত ও গুরুত্বপূর্ণ এসব মামলার শুনানি ও রায় ঘোষণার জন্য রোববার থেকে আইনজীবী-বিচারপ্রার্থীদের পদচারণায় সরগরম থাকবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

সর্বোচ্চ আদালত খোলার দিনই নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি, ষোড়শ সংশোধনী বাতিলের আপিলের রায়, বাড়ি থেকে উচ্ছেদের বৈধতার বিষয় চ্যালেঞ্জ করে ব্যারিস্টার মওদুদের রিটের শুনানি, রমনায় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার আপিলের শুনানি ও রায় ঘোষণা করা হতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ