১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি আজ শনিবার সকাল ১১টায় গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছর পূর্তিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা শেষে একথা বলেন।

রিজভী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা বাংলাদেশে সাম্প্রদায়িতক সম্প্রীতি ধ্বংসের একটি কালো অধ্যায়। সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমনে সফলতার দাবি করলেও একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে।এজন্য জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় সরকার কী ব্যবস্থা নিয়েছে তা আমরা জানি না। কেউ কেউ বলছে এসব ঘটনার সঙ্গে আইএস জড়িত। এখন এর আসল রহস্য উন্মোচন করা দরকার। মানুষের শঙ্কা দূর করা সরকারের দায়িত্ব।’

রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির অন্যান্য নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ