১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৪

নিউইয়র্কে ৯৭২ শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে বন্দুকধারীর গুলি

আন্তর্জাতিক ডেস্ক:

সনিউ ইয়র্কের ব্রংকস বরোয় একটি হাসপাতালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের পোশাকে একজন অস্ত্রধারী ৯৭২ শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে গুলিবর্ষণ করেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে অনেকগুলো গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন খবর বলা হয়েছে। এখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
নিউ ইয়র্ক পুলিশের এক টুইটে ১৬৫০ গ্রান্ড কনকোর্সের ওই মসজিদ এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তিনজন চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা কেমন তা জানা যায়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ