১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

লক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনউদ্দিনসহ দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে ছাত্রলীগ কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত ছাত্রলীগ নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রামগতির হাজির হাট বাজারে চর আবদুল্যায় ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি যাচ্ছিল তারা। পথিমধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীরা দা-ছেনি দিয়ে এলোপতাড়ি কুপিয়ে মারত্মকভাবে জখম করে। এসময় উপজেল ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন ও চর কাদিরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক সাগর গুরুতর আহত হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ ১ বছর মেয়াদি উপজেলা ছাত্রলীগের কমিটি দেয় জেলা ছাত্রলীগ। পরবর্তীতে জেলা ছাত্রলীগ তিন মাসের মাথায় আরেকটি কমিটির ঘোষণা দিলে প্রতিবাদ করে পূর্বের কমিটি। এর জেরধরে  শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ছাত্রলীগ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ