নিজস্ব প্রতিবেদক:
নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে চার জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, অভিযানে নড়াইল সদর থানায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১০ জন, কালিয়া থানায় চার জুয়াড়ি, আমতলা গ্রামে সংসদ সদস্য ও ওসির উপস্থিতিতে সালিশী বৈঠককালে সংঘর্ষের ঘটনায় নয়জনসহ বিভিন্ন ঘটনায় ১৬ জন, লোহাগড়া থানায় সাতজন ও নড়াগাতী থানা পুলিশ পাঁচজনকে আটক করে।
নড়াইলকে মাদকমুক্ত করতে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
দৈনিক দেশজনতা/এন এইচ