২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩১

রাজ্জাক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ ॥

শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের দুর্গম যমুনা চরের একটি গ্রাম শ্রীপুর। যমুনা গর্ভে জেগে উঠা ছোট্ট এই গ্রামের সাধারণ মানুষ প্রাক্তন মেম্বর রাজ্জাক ও চানু বেপারীর পেটোয়া বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে গ্রামের সাধারণ মানুষ। জবর, দখল, ঠুনকো অযুহাতে মারপিটসহ নানা অপকর্মে লিপ্ত রাজ্জাক বাহিনীর লোকেরা। গত ২৮জুন সরে জমিনে ঘুরে যমুনা চরের শ্রীপুর বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রাণের ভয়ে অনেকে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন। জানা যায়, বিগত কয়েক বছর ধরে দুধর্ষ দাঙ্গাবাজ রাজ্জাক মেম্বর ও তাঁদের লোকবল এলাকায় আধিপত্য বিস্তার করে যমুনা চরে জেগে উঠা খাস জমির পাশাপাশি, বিভিন্ন ব্যক্তির ক্রয়কৃত জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। একই গ্রামের ব্যবসায়ী ফজলুল হক জানান, রাজ্জাক গ্রুপের কালু ফকিরের ছেলে ইসআক মন্ডল সম্প্রতি শিক্ষানবীশ ম্যাজিষ্ট্রেট হওয়ার পর থেকে যেন তাঁরা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ম্যাজিষ্ট্রেটের ক্ষমতার দাপট দেখিয়ে রাজ্জাক মেম্বরের বাহিনী পুরো গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। একই গ্রামের অপর ব্যবসায়ী মাসুদ জানান, রাজ্জাক বাহিনী করছেনা এমন কোন কাজ নেই। তাঁদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। নারী-পুরুষ সবাই আতঙ্কে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। দিনমজুর এরশাদ আলী জানান, রাজ্জাক মেম্বরের লোকেরা এখানকার খাসজমিগুলো জোরপূর্বক দখলের পাশাপাশি চাষাবাদ করে যাচ্ছে। নজরুল ইসলাম জানান, তিনি গরু ব্যবসায়ী অথচ চক্রান্ত করে তাঁকে গরু চোর সাব্যস্ত করে বিচার সম্প্রাদনের চেষ্টা করেছে। সর্বশেষ গত ঈদূল ফিতরের দিন কৃষক নেয়ামতকে ধরে এনে ব্যাপক মারপিট করেছে। একই গ্রামের সুরুজ্জামানের নিকট থেকে ৫০হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে রাজ্জাক মেম্বরের লোকজন আজও পর্যন্ত কোন সমাধান কিম্বা অর্থ ফেরৎ দেয়নি। এভাবেই ক্ষমতার দাপট,ভয়ভীতি, প্রদর্শণ করে পুরো শ্রীপুর গ্রামবাসীকে জিম্মি করে রেখেছে প্রভাবশালী এই মহলটি। ফলে নারী-পুরুষ সবার মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বিরাজ করছে। এ ব্যাপারে সোনাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান জানান, শ্রীপুর গ্রামের গত ঈদূল ফিতরের দিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন এবং তাঁর সুরাহাও করে দিয়েছেন। এ ব্যাপারে রাজ্জাক মেম্বরের সাথে কথা বলতে চাওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ