২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৯

শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা

নিজস্ব প্রতিবেদক:

ঈদের পর পথম কার্যদিবস বুধবারে দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৫ কোটি টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৯৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর ম

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ