১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

তিন দিনের ঈদের ছুটি শেষ ব্যাংক-অফিস খোলা আজ

নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের ঈদের ছুটি শেষ। আজ বুধবার থেকে ফের সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা খুলছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারিভাবে এই ছুটি নির্ধারিত ছিলো।
শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন।তবে অফিসে যাদের উপস্থিতি অত্যাবশ্যক বুধবার অফিস খোলার দিনে তাদের ফিরতেই হবে। জানা গেছে, বুধবার সকাল ৯টায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ সরকারি সব অফিস, ব্যাংক, বীমা খুলবে।
তবে অতীতে দেখা গেছে, ঈদের ছুটি শেষে অফিস খোলার দিনে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতি কম থাকে। ঈদ শেষ হলেও ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি থাকবে এ দিনের মূল অনুষঙ্গ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ