১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৫

রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী মহ্সাড়কের চুনিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আব্দুর রাজ্জাক রাজু স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে রৌমারী ফিরছিলেন। তিনি উলিপুর উপজেলার চুনিয়ারপাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গরু বোঝাই একটি ভটভটি ধাক্কা তাকে দিলে তিনি গুরুতর হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তবে তার স্ত্রী-সন্তান সুস্থ আছে বলে জানা গেছে।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাশ চন্দ্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু দৈনিক ট্রাইব্যুনালের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় রৌমারী প্রেসক্লাব, চিলমারী প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রকাশ :মে ৭, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ