নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সাথে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে আসে। সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
সুদীপ্ত ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে ওঠে।
মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম জানান, মা-বাবাসহ ৭ জনের একটি দল সকাল সাড়ে ৭টায় তাদের হোটেলে আসেন। এরপর তারা সাগরে গোসল করতে যান।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

