১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

ময়মনসিংহ মেডিকেলের আইসিউতে আগুন

স্বাস্থ্য ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ)মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ওই সময় লাইফ সাপোর্টে থাকা ছয়জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন,  আগুনের সূত্রপাত এই মুহুর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক খান পাঠান পরিবর্তন ডটকমকে জানান, সকালে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত আইসিইউ বিভাগে আকস্মিক ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, আগুন লাগার পর লাইফ সাপোর্টে থাকা ছয়জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।New

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ