১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর (বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর এলাকার কেওয়া দক্ষিন খন্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্র্যটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)।
আহত রাসেল মিয়া (১৭) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাব হোসেন জানান, তারা ঈদের আনন্দে বঙ্গবন্ধু সাফারী পার্কে বেড়াতে যাওয়ার সময় ইন্দ্রবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সৈকত আকরাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনাছ আলী নিহত হয়। সৈকত আকরাম শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও আনাছ আলী ২০১৬ সালের একই স্কুল থেকে এস এস সি পাশ করেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ