১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নেত্রকোনায় পৌনে ২শ’ স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জেলায় এবার ১ হাজার ৭ শ’ ৪০টি ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় ঈদের প্রধান ও প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় জেলা শহরের মোক্তারপাড়া বড় মসজিদে। জামায়াতে অংশ নেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও  ঈদগাহ ময়দানসহ শহরের সাতপাই এন আকন্দ আলীয়া মাদ্রাসা মাঠ, নাগড়া ঈদগাহ ময়দান, পুলিশ লাইন মসজিদ, বিজিবি মসজিদ ও হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রঃ) মাজার মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এদিকে জেলার ১০ উপজেলা হেডকোয়াটারসহ গ্রামাঞ্জলে অনুরূপভাবে ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৬, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ