২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৬

পাকিস্তানে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত কমপক্ষে ১২৩

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাবে সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন। রোববার সকালে পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও দ্য ডন’র।

জানা গেছে, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। এসময় কন্টেইনারের লিকেজে আগুন ধরে গেলে এটি বিস্ফোরিত হয়।

দুর্ঘটনায় ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ১১:৪০ পূর্বাহ্ণ