অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে রোববার (২৫ জুন) পালিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাবার পরই অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস-মিশিগান-জর্জিয়া-ফ্লোরিডা-ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ২৬ শতাধিক মসজিদ ছাড়াও খোলামাঠেও শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ অভিনন্দন এবং ঈদ মুবারক জানিয়েছেন।
নিউইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ, বায়তুল জান্নাহ জামে মসজিদ, ওয়াশিংটন ডিসিতে বায়তুল মোকাররম মসজিদ প্যটারসন মসজিদে। এসব ঈদ জামাতে হাজার হাজার মুসল্লীর সমাগম ঘটে থাকে। রোববারও আবহাওয়া অনুকূলে থাকায় মুসল্লী সমাগমে কোন কমতি ঘটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক দেশজনতা /এমএইচ
দৈনিক দেশজনতা /এমএইচ