১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

রংপুরে নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ট্রাক উল্টে ১৭ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে রংপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

এসময় গাড়ির ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করতে তিনি যাত্রীদের পরামর্শ দেন।

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সাহায্যের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রীর সঙ্গে এসময় ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকছুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৩ জন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ