২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৪

গণপরিবহনেও ঈদসালামি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার গণপরিবহনে ঈদের সালামির নামে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। তবে এ টাকা যাত্রীরা খুশি মনেই পরিবহন শ্রমিকদের দিচ্ছে। আজ শনিবার রাজধানীর ঢাকার একাধিক পরিবহনে যাত্রীদের কাছ থেকে ভাড়ার সঙ্গে বাড়তি পাঁচ টাকা করে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন মিয়া জানান, অন্য সময় সদরঘাট থেকে মিরপুর ছাত্র হিসেবে অর্ধেক ভাড়া দেই। কিন্তু আজ আমার  কাছ থেকে মূল ভাড়ার সঙ্গে বাড়তি পাঁচ টাকা নিয়েছে। তবে এ টাকা আমি নিজ থেকেই দিয়েছি। গাড়ির অন্য সব যাত্রী খুশিমনেই দিয়েছে। পরিবহন শ্রমিকদেরও ঈদ রয়েছে তাই তাদেরকে ছোট উপহার হিসেবে আমরা সবাই পাঁচ টাকা করে দিয়েছি।

তানজিল পরিবহনের চালকের সহকারী রহিম জানান, ঈদে ছেলেমেয়ে, মা-বাবা ও স্ত্রীকে কিছু পোশাক কিনে দিতে হবে। যা পাই তা দিয়ে প্রতিদিনের হাত খরচ উঠে। ঈদে সবাই চায় একটু ভালোভাবে চলতে। তাই সবার কাছ থেকে বকশিশ চাচ্ছি। কেউ দিতে না চাইলে জোর করি না। খুশি মনে যারা যা দেয় তাই নিচ্ছি।

শনির আখড়া থেকে আলমগীর বলেন, প্রতিদিন ১৫ টাকা দিয়ে শনির আখড়া থেকে গুলিস্তান যাই। কিন্তু আজ ২০ টাকা নিয়েছে। ঈদের সালামি বাবদ সবার কাছ থেকে এ টাকাটা নেওয়া হচ্ছে। তবে এ টাকাটা তিনি খুশি মনে দিয়েছেন বলে  জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ