২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫০

জাতীয় ঈদগাহে বজ্রপাত প্রতিরোধক স্থাপন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঈদগাহ ময়দানে বজ্রপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান। মেয়র বলেন, চাঁদ দেখা কমিটির ঘোষণা সাপেক্ষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় শুরু হবে।

তিনি জানান, প্রায় ৮৪ হাজার পুরুষ মুসল্লি ও পাঁচ হাজার নারী মুসল্লি একজোগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। পর্যাপ্ত ওযু খানা, বিশুদ্ধ খাবার পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মেয়র।

যদি ঈদের দিন কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় তাহলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এদিকে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে মেয়র নগরবাসীকে আনন্দ নিয়ে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে আমন্ত্রণ জানিয়েছেন। রাজধানীতে মোট ৫০০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও সাংবাদিকদের জানান মেয়র।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ