অনলাইন ডেস্ক:
ঈদের বাকি আর মাত্র এক কি বা দুই দিন। চাঁদ দেখা সাপেক্ষে সোমবারই উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। স্বজনদের সঙ্গে মিলেমিশে ঈদ করতে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন মানুষ। সেই সুবাদে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র ট্রেন-লঞ্চ-ট্রেন টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গত বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকেই ঘরমুখো মানুষরা রাজধানী ছাড়তে শুরু করে। পরদিন শুক্রবার তা গতি পায় আরও বেশি। আজ শনিবার এসে নগরীর নিত্যদিনের কোলাহল অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যারা এখনও যেতে পারেন নি, তারাই শুধু জড়ো হচ্ছেন টার্মিনালগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের আগে আর কোনো সরকারি অফিস নেই। সে হিসেবে বৃহস্পতিবারই ছিল ঈদের আগে শেষ অফিস। গত দু’দিনেই প্রায় ২০ লাখ লোক রাজধানী ছেড়েছেন। এ কারণে শুক্রবারই অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী। আজকালের মধ্যেই আরও কমে যাবে জনমানুষের ভার।দৈনিক দেশজনতা /এমএইচ