১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান গবেষক মনসুর নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সড়ক দুঘর্টনায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের গবেষক ড. মনসুর রহমান (৬০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারচালক শরিরত আলী (৩২)।

জেলার মোহনপুর বিদ্যাধরপুর কালিনা ব্রিজের কাছে শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাটের মঙ্গলবাড়ির আক্কেল আলীর ছেলে। আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক শরিয়ত মহানগরীর নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের গবেষক ড. মনসুর রহমান দীর্ঘদিন ধরে রাজশাহী চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। ভোরে যাকাতের কাপড় নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন ড. মনসুর আলী। মোহনপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে মনসুর আলী ও চালক শরিয়ত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।

কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনসুর আলীর মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মনসুর আলীর বাসার তত্ত্বাবধায়ক তারেক রহমান সাংবাদিকদের জানান, তিনি বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেন। ভোরে নিজস্ব কারে নওগাঁ জেলার ধামরহাট মঙ্গলবাড়ি গ্রামের বাড়িতে যাওয়ার সময় দুঘর্টনাটি ঘটে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ৮:৫২ অপরাহ্ণ