১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

র‌্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার- ৩

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১২ কুষ্টিয়া শহরতলী কুমারগাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, আজ শুক্রবার আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া শহরতলী কুমারগাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এর ২ নং গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুমারগাড়ার মোঃ চতুর আলীর ছেলে মোঃ রাজীব আহম্মেদ(৩২) হাদীর ছেলে আরিফ(৩৫), হাদীর স্ত্রী মীরা (৫০) আটক করে ৬ গ্রাম হিরোইন (মোট ছোট বড় ১৪ পুরিয়া), মাদক বিক্রয়লব্ধ ২হাজার ৪৪০ টাকা ও ১ টি পুরাতন মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ