১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

যুক্তরাষ্ট্রের মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করতে আইএস সৃষ্টি করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য আইএস সৃষ্টি করা হয়েছে। যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের মধ্যে বিভাজন সৃষ্টি করে মুসলমানদের একে অপরের মধ্যে দ্বন্দ বাধিয়ে দিচ্ছে। কতিপয় মুসলিম রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করে সেই অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে।

তিনি বলেন, মুসলিম রাষ্ট্রের কাছে এটম বোমা থাকলে অবৈধ আর বিশ্বের মোড়লদের কাছে থাকলে সেটা বৈধ এই নীতি আমরা মানিনা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আল-কুদস কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে আল কুদস দিবস উদযাপনের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য। তিনি আল কুদস মুক্তির লক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল-কুদস কমিটি বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. শাহ্ কাউছার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর নুরুল আলম ব্যাপারী।

আলোচনায় অংশগ্রহণ করেন- দৈনিক আজকের ভোলার সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা সাইয়্যেদ হাবীব রেজা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল আউয়াল ঠাকুর।

স্বাগত বক্তব্য রাখেন- আল-কুদস কমিটি বাংলাদেশ-এর সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব এ.কে.এম. বদরুদ্দোজা।

ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী বলেন, মুসলমান হিসেবে ফিলিস্তিনকে সাহায্য করা প্রত্যেকের ঈমানী দায়িত্ব।

প্রফেসর নুরুল আলম ব্যাপারী বলেন, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাই হয়েছে মুসলমানদের দমন করার জন্য।

মুহাম্মদ শওকাত হোসেন বলেন, যায়নবাদী ইহুদি রাষ্ট্র ইসরাঈল তার নিরাপত্তাকে নিশ্চিত করার লক্ষে মুসলিম বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্য নানা ধরনের ফেতনা ফ্যাসাদ, দ্বন্দ সৃষ্টির ইন্ধন দিয়ে যাচ্ছে।

প্রবন্ধকার আবদুল আউয়াল ঠাকুর বলেন, ইসলামি আদর্শ ও বস্তুবাদীদের বাইরে আরো একটি গ্রুপ রয়েছে যারা কখনো ইসলামের কথা বলে আবার কখনো সুবিধাবাদের আশ্রয় গ্রহণ করে। এই সুবিধাবাদীদের ফাঁক-ফোকর দিয়েই দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের ক্রীড়নকেরা মুসলিম উম্মাহর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এছাড়া বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ