২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৯

জাতীয় শিক্ষা কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিক্ষা কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিলের (এনটিইসি) ১৪ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল আইন, ২০১৭ এর পরিমার্জিত খসড়া নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, শিক্ষক শিক্ষা কাউন্সিল আইন, ২০১৭ (পরিমার্জিত খসড়া) এর উপর মতামত প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৮টি প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়। এসব মন্ত্রণালয় ও দফতরের মতামতের অলোকে খসড়া পরিমার্জন করা হয়েছে। এছাড়া সভায় ১৩ তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় এনটিইসি পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, এনটিইসি গঠনের আসল উদ্দেশ্য ছিল ভালোমানের শিক্ষক তৈরি করা। দেশের শিক্ষক শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং কার্যকর মান নিশ্চিত করার জন্য এ কাউন্সিল গঠন করা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ আইনের খসড়ার উপর মতামত প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রসিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ