১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

প্রসন্নদী এলাকায় থ্রি-হুইলার খাদে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার প্রসন্নদী এলাকায় থ্রি-হুইলার খাদে পড়ে নুরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

একই ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

ফরিদপুরের ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে স্বামী-স্ত্রী যশোর থেকে ইঞ্জিন চালিত একটি নতুন থ্রি-হুইলার কিনে বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রসন্নদী এলাকায় তাদের বাহনটি রাস্তায় খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, এসময় পেছন থেকে হয়তো কোনো যানবাহন তাদের বাহনটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয় এবং তার স্ত্রী নুরুন্নাহার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নুরুন্নাহারকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ