১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

দেশ শ্বাসরুদ্ধকর অবস্থা ,দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকের বাংলাদেশ একটা চরম দুর্দিনে, চরম হতাশার মধ্য দিয়ে অতিক্রম করছে। এদেশ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে। দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, মুক্তচিন্তা বিকাশের সুযোগ নেই। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তথাকথিত সংসদেও আজকে দেশের অর্থনীতির কী অবস্থা তা প্রকাশ পাচ্ছে।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করবে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকেই জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য কর্মসূচি হাতে নিতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্য একটি রূপরেখা দেবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৩, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ