১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় তিন পোশাক কারখানায় বৃহস্পতিবার বিকেলে বেতন বোনাসসহ চার দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে।

কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকায় এপেক্স উইভিং অ্যান্ড ফিনিসিং লিমিটেড, একই মালিকানাধীন হোম টেক্সটাইল লিমিটেড ও এপেক্স এক্সেসরিজ লিমিটেড নামের তিনটি কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে খোলা জায়গায় অবস্থান নেয়।

এ সময় তারা চলতি মাসের অর্ধেক বেতন, ১০ দিনের ঈদের ছুটি, শতকরা ৮০ ভাগ বোনাস ও প্রতিমাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার দাবি জানায়। দাবি আদায়ের জন্য উত্তেজিত শ্রমিকরা লাঠি শোঠা নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে  শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের অবরোদ্ধ করে রাখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন বলেও জানান।

কারখানার উইভিং সেকশনের শ্রমিক মো. নূরুজ্জামান ও ইউনুছ আলীসহ অন্যান্য শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ প্রতিমাসের ২০ তারিখের পরে বেতন পরিশোধ করে। কোনো মাসেই সময় মতো বেতন দিচ্ছে না। অন্য কারখানা গুলি চলতি মাসের অর্ধেক বেতন দিলেও তাদের কারখানা না দিয়েই কারখানা ছুটি ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। যার কারণে শ্রমিকরা আন্দোলন শুরু করে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. ইকরাম জানান, কারখানার অবস্থা খুব একটা ভালো নয়, শ্রমিকদের বোনাসের টাকা আজই (বৃহস্পতিবার) পরিশোধ করা হবে। অর্ধেক মাসের বেতন দাবি করলেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ১০ দিনের বেতন পরিশোধ করা হবে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৮:৫৩ অপরাহ্ণ