১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

পুলিশবাহী লেগুনা-বাস সংঘর্ষ, কনস্টেবলসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের ডিউটিরত একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কনস্টেবল মনির হোসেন (৩৩) ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া (২৫)।

এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এসআই একেএম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তিশা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কনস্টেবলসহ দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ